|
প্রিন্টের সময়কালঃ ২৪ এপ্রিল ২০২৫ ১১:২২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ এপ্রিল ২০২৫ ০৩:০৩ অপরাহ্ণ

নবগঠিত সরকারের প্রতি গণতান্ত্রিক শক্তির প্রত্যাশা পূরণ হয়নি: রুহুল কবির রিজভী


নবগঠিত সরকারের প্রতি গণতান্ত্রিক শক্তির প্রত্যাশা পূরণ হয়নি: রুহুল কবির রিজভী


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ রক্তঝরা আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তার কার্যক্রমে এখনো গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার পূর্ণ প্রতিফলন দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 

রিজভী অভিযোগ করে বলেন, “স্বৈরাচারের দোসররা এখন আদালতে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে। তারা ফ্যাসিস্ট আচরণে ফিরে আসার হুমকি দিচ্ছে—এমন সাহস তারা কোথা থেকে পায়?” তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার অনুসারীরা আদালতের ভেতরে হুমকি-ধামকি দিয়ে অন্তর্বর্তী সরকারকে দুর্বল করার চেষ্টা করছে।
 

তিনি বলেন, “আওয়ামী লীগের ভয়াবহ অপরাধী নেতাদের আদালতে জামাই আদরে হাজির করা হচ্ছে। তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, আদালতকে উপহাস করছে, এমনকি পুলিশের প্রতিও সম্মান দেখাচ্ছে না।”
 

রিজভী অভিযোগ করেন, “এক সময় বিএনপির নেতাদের সাধারণ বন্দীর মতো জেলে রাখা হতো, ডিভিশন পর্যন্ত দেওয়া হতো না। অথচ এখন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্মানসহ আদালতে নেওয়া হচ্ছে, এবং সেখানে তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা এদেরকে এমন সুযোগ দিচ্ছে।”
 

তিনি আরও বলেন, “রাজধানীর বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট শক্তিগুলো মিছিল করছে, বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। অথচ তারা এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে।”
 

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫