|
প্রিন্টের সময়কালঃ ২৬ আগu ২০২৫ ০৮:২২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ আগu ২০২৫ ০২:২৪ অপরাহ্ণ

ভালোর সাথে,-আলোর পথে অসাধারণ মানবিক কাজে এগিয়ে আসায় ৩ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার 


ভালোর সাথে,-আলোর পথে অসাধারণ মানবিক কাজে এগিয়ে আসায় ৩ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার 


হোসেন বাবলা,বিশেষ প্রতিবেদন ( চট্টগ্রাম):-

 

সিএমপি হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানে তিন পুলিশ সদস্যের হাতে পুরস্কারের নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম  । তিনি গত ২৪ আগস্ট এই পুরস্কার প্রদান করে।
 

নগরীর দেওয়ানহাট মোড়ে গত ৯ আগস্ট  দায়িত্ব পালনের সময় প্রসব বেদনায় কাতর এক মানসিক ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়িয়ে দ্রুত ও মানবিক পদক্ষেপের মাধ্যমে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট মোঃ আব্দুল্লাহ আল মোজাহিদ, সার্জেন্ট মোঃ জাহিদুর রহমান এবং কনস্টেবল মহিউদ্দীন হোসেন। 
 

তাদের এ অসাধারণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করেছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম মহোদয়।
 

সিএমপি কমিশনার তাদের এ মানবিক কর্মকাণ্ডকে “পুলিশের দায়িত্বশীলতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত” আখ্যায়িত করে বলেন—
“এমন কর্মকাণ্ড সমাজে পুলিশের প্রতি আস্থা আরও দৃঢ় করবে।”

 

এসময় তিনি সকল পুলিশ সদস্যকে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫