মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ব্যাহত পণ্য খালাস, জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল

বাগেরহাট প্রতিনিধি:-
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপের কারণে বুধবার ভোর থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি ১০টি বাণিজ্যিক জাহাজের সারসহ বিভিন্ন পণ্য খালাস ও বোঝাই কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে, পশুর নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ফুট বেড়ে যাওয়ায় সুন্দরবনের কিছু নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ জানিয়েছেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় আগামী তিন দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫