ভবানীপুরে কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধি:-
মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে কৃষকদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভবানীপুর কবরস্থানের পাশে খালি জায়গায় ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন ধানের আদর্শ বীজতলা তৈরি ও বীজ বপন নিয়ে আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নূরে আলম। কৃষকদের তিনি বলেন, প্রথমে ধান বীজগুলো এক ঘন্টা রোদে শুকাবেন। তারপর এক লিটার পানিতে ২/৩ গ্রাম ছত্রাকনাশক দিয়ে বীজগুলো ১২ ঘন্টা পানিতে ভিজিয়ে শোধন করে নিবেন, সেখান থেকে তুলে ১২ ঘন্টা পরিস্কার পানিতে রেখে, ৪৮ ঘন্টার জন্য জাঁকে রাখবেন। তাহলে বীজগুলোর জার্মিনেশন খুব ভালো ভাবে হবে। বীজগুলো বপনের আগে আদর্শ বীজতলা তৈরি করে নিবেন। আদর্শ বীজতলা তৈরি করতে আপনারা আড়াই হাত পরপর ড্রেনেজ ব্যবস্থা রাখবেন, এতে করে বীজতলায় পানি জমবে না এবং ধানের চারা পরিপক্ক হয়ে বেড়ে উঠবে। তিনি আরো বলেন আপনারা যদি নিয়ম গুলো মেনে ধানের চারা মুল জমিতে রোপণ করেন তাহলে আপনাদের জমিতে রোগ বালাই খুব কম হবে।
উপ-সহকারী কৃষি অফিসার শাম মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোশাররফ হোসেন সরকার, উপ-সহকারী কৃষি অফিসার সীমা আক্তার।
উঠান বৈঠক অনুষ্ঠানে কৃষক- কৃষাণীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫