বঙ্গবন্ধুকে ফুল দিতে গিয়ে কারাগারে যাওয়া রিকশাচালক জামিনে মুক্ত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়ে কারাগারে যাওয়া রিকশাচালক আজিজুর রহমান জামিন পেয়েছেন।
রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন করেন, যা আদালত গ্রহণ করেন।
এর আগে গত শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে ৪০০ টাকায় ফুল কিনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে যান আজিজুর। সেখানেই তিনি গণপিটুনির শিকার হন এবং পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শনিবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালতে হাজির করা হলে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান তাকে কারাগারে রাখার আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫