সীতাকুণ্ডের ভাটিয়ারীতে জামায়াত প্রার্থীর ব্যাপক গণসংযোগ
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
আসন্ন নির্বাচনে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার সিদ্দিকী ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। বুধবার ভাটিয়ারী জাহানাবাদ এলাকার অলিগলি, সড়ক, হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে হাজার হাজার এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কর্মসূচিতে জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬