সাঁথিয়ায় দুর্ধর্ষ চুরি: গৃহস্থের লক্ষাধিক টাকার সম্পদ লুট

ঢাকা প্রেস
পাবনা (উত্তর) প্রতিনিধি:-
পাবনার সাঁথিয়ায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে সাঁথিয়া পৌরসভার দক্ষিণ বোয়াইলমারী গ্রামের শামসুল আলম ঠান্টুর বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শামসুল আলম ঠান্টু জানান, রাত সাড়ে ১০টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ঘুম ভেঙে দেখেন তার পাশ থেকে মোবাইল নেই। পাশের ঘরের দরজা ভেতর থেকে আটকানো। কৌশলে দরজা খুলে দেখেন ঘরের সব জিনিসপত্র এলোমেলো এবং জানালার গ্রিল কাটা।
চোরচক্র নগদ ২ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকারসহ মোট প্রায় দশ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে বলে শামসুল আলম ঠান্টু জানান। এই ঘটনায় তিনি সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাঁথিয়া থানার ডিউটি অফিসার এসআই আব্দুল রউফ জানান, তারা অভিযোগ পেয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫