উত্তরায় বিমান বিধ্বস্তে শোকাহত জাতি, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সরকার। এই মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
শোক দিবসে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই নিয়ম পালন করা হবে বিদেশে অবস্থিত সব বাংলাদেশি মিশনেও।
এছাড়াও, দুর্ঘটনায় নিহত ও আহতদের আত্মার শান্তি কামনায় দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
দুর্ঘটনার বিবরণ
সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পরই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিধ্বস্তের সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এতে বিমানে থাকা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহত হন। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থাগুলো। ইতোমধ্যে শতাধিক আহতকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে প্রায় ৭০ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যাদের বেশিরভাগই আগুনে দগ্ধ।
জাতি আজ এক গভীর শোকের দিনে প্রবেশ করল—এই দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫