প্রকাশকালঃ
২৩ জুলাই ২০২৩ ০১:০৭ অপরাহ্ণ ২২২ বার পঠিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের নবম পর্বে বাংলা বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
১. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’—কোন গ্রন্থ থেকে চরণটি চয়ন করা হয়েছে?
ক) শূরসুন্দরী
খ) কর্মদেবী
গ) নীতি কুসুমাঞ্জলি
ঘ) পদ্মিনী উপাখ্যান
৫. ‘অবীরা’ বলতে কোন ধরনের নারীকে বোঝায়?
ক) যে স্বামীর বশীভূত
খ) যার পুত্র হয়নি
গ) যার স্বামী-পুত্র নেই
ঘ) যার বিয়ে হয়নি
৬. নিচের কোন শব্দটি ভিন্ন?
ক) কুরঙ্গ
খ) সারঙ্গ
গ) শম্বর
ঘ) মৃগরাজ
৭. ‘দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি। সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি।’ উদ্ধৃতাংশটির রচয়িতা কে?
ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) লালন শাহ
৮. ‘পত্রপাঠ’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক) সুসজ্জিত
খ) সুপাঠ্য
গ) পড়ুয়া
ঘ) তৎক্ষণাৎ
৯. ‘ঝিরঝির করে বাতাস বইছে।’ এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে?
ক) ভাবের গভীরতা
খ) ধ্বনিব্যঞ্জনা
গ) পৌনঃপুনিকতা
ঘ) সামান্যতা
১০. ‘গৃহহীন চিরদিন থাকে পরাধীন।’ এখানে ‘গৃহহীন’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তৃকারকে শূন্য
খ) করণে শূন্য
গ) কর্মকারকে শূন্য
ঘ) অপাদানে শূন্য
১১. ‘জাহাকুল আবদ’ শব্দের অর্থ কী?
ক) বন্দীর হাসি
খ) গোলামের হাসি
গ) প্রেমিকার হাসি
ঘ) সন্তানের হাসি