|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ মে ২০২৩ ০৫:১৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনা রাষ্ট্রদূত


যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনা রাষ্ট্রদূত


যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত মঙ্গলবার নিউইয়র্ক পৌঁছেছেন। বেইজিং দূতাবাসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

অভিজ্ঞ কূটনীতিক শি ফেং দু’দেশের জটিল সম্পর্কের কঠিন চ্যালেঞ্জের গুরু দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি জিন গ্যাংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। জিন গ্যাং চলতি বছরের প্রথমে চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

দূতাবাসের ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরে সাংবাদিকদের শি বলেন, বর্তমানে চীন মার্কিন সম্পর্ক গুরুতর ও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন।


তিনি আরও বলেছেন, আমি এ মিশনের গৌরবময় অনুভূতি ও গুরু দায়িত্ব অনুভব করছি। আমি এবং আমার সহকর্মীরা সংকট মোকাবেলা এবং মিশনের দায়িত্ব পালন করবো।

চীনের জিয়াংঝু প্রদেশে জন্ম নেওয়া শি ফেং (৫৯) ১৯৮৬ সাল থেকেই পররাষ্ট্র দপ্তরে কাজ শুরু করেন। অতিসম্প্রতি তিনি হংকংয়ে বেইজিং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমিশনার হিসেবে কাজ করেন। এছাড়া তিনি পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বাণিজ্য, প্রযুক্তি, মানবাধিকার ও অন্যান্য বিষয়ে চীন মার্কিন সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বিরোধপূর্ণ হয়ে উঠেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫