|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ মে ২০২৪ ১২:০১ অপরাহ্ণ

বেসরকারি শিক্ষক বদলি: আইনি জটিলতায় আটকে


বেসরকারি শিক্ষক বদলি: আইনি জটিলতায় আটকে


ঢাকা প্রেসঃ
দীর্ঘদিন ধরে আলোচিত বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়ে আপাতত সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। গতকাল রোববার অনুষ্ঠিত এক সভায় আইনি জটিলতার কথা তুলে ধরে বেসরকারি শিক্ষকদের বদলি চালু না করার পক্ষে মত দেন শিক্ষা প্রশাসনের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তা।

 

নিয়োগকারী কর্তৃপক্ষ: বেসরকারি শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ সরকার নয়, বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি। সরকার কর্তৃক বদলি দেওয়ার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং ভবিষ্যতে মামলাও হতে পারে।

শূন্যপদের সংকট: বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচুর শূন্যপদ রয়েছে। বদলি চালু হলে গ্রামীণ এলাকার স্কুলগুলোতে শিক্ষকের আরও ঘাটতি দেখা দিতে পারে।

 

আপাতত বেসরকারি শিক্ষকদের বদলি চালু করা হচ্ছে না,আইনি জটিলতা সমাধান করে পরবর্তীতে বদলি নীতি চূড়ান্ত করা হবে।

 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বেসরকারি শিক্ষকদের জন্য বদলি নীতিমালা প্রণয়ন করেছিল,খসড়া নীতিমালায় বদলির ক্ষেত্রে কড়াকড়ি শর্ত আরোপ করা হয়েছিল,বেসরকারি শিক্ষকদের বদলির দাবি দীর্ঘদিনের।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫