মুরাদনগরে গলায় ফাঁস দিয়ে রিক্সাচাকের আত্মহত্যা

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-
মুরাদনগরে গলায় ফাঁস দিয়ে আঃ খলিল ওরফে খালেক (৪৫) নামে এক রিক্সাচালক আত্মহত্যা করেছেন। কুমিল্লা মুরাদনগর উপজেলা ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন শিবানীপুর গ্রামের খলিল মিয়ার গ্যারেজে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে যে কোন এক সময় এ ঘটনা ঘটে।
আঃ খলিল ওরফে খালেক হবিগঞ্জ জেলা কুলাউড়া উপজেলার লংলা গ্রামের মৃতঃ রাশেদ আলীর ছেলে।
তিনি বর্তমানে মুরাদনগর উপজেলা শিবানীপুর গ্রামের খলিল মিয়ার গ্যারেজে থাকে অটোরিকশা ভ্যানগাড়ী চালাতেন।
স্থানীয় ও গ্যারেজ মালিক খলিল মিয়া বলেন, গত শুক্রবার রাতে ভ্যানচালক খলিল মিয়া ওরফে খালেক ভ্যানগাড়ী গ্যারেজে রেখে ঘুমিয়ে পরেন। শনিবার সকালে গ্যারেজ খুলার জন্য খলিল মিয়া ওরফে খালেককে ডাকলে গ্যারেজ ভিতর থেকে না খুললে তালা ভেঙ্গে দেখেন আঃ খলিল ওরফে খালেক গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছেন। পরে পুলিশ এসে তার লাস সুরতহাল প্রতিবেদন করেছেন।
মুরাদনগর থানা এসআই মঈনউদ্দীন বলেন, সুরতহাল করে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫