|
প্রিন্টের সময়কালঃ ২৯ আগu ২০২৫ ০৫:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ আগu ২০২৫ ০৫:৫৫ অপরাহ্ণ

‘বিটিভিতে গেলে লাশ ফেলে দেব’—চট্টগ্রামে শিল্পীকে প্রাণনাশের হুমকি


‘বিটিভিতে গেলে লাশ ফেলে দেব’—চট্টগ্রামে শিল্পীকে প্রাণনাশের হুমকি


চট্টগ্রামে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি পেয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী শংকর কুমার দে। গতকাল বুধবার দুপুরে একটি অচেনা নম্বর থেকে ফোনে এ হুমকি পান তিনি।
 

এ ঘটনায় আতঙ্কিত হয়ে শংকর কুমার দে চট্টগ্রামের সদরঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তের জন্য আদালতে আবেদন করা হয়েছে। হুমকির সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

শংকর কুমার দে জানান, বিটিভির প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি তালিকাভুক্ত শিল্পী। একইসঙ্গে চট্টগ্রাম কেন্দ্রে সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবেও তালিকাভুক্ত আছেন। তবে গত এক বছর ধরে বিটিভি ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠান পেলেও চট্টগ্রাম কেন্দ্র থেকে কোনো অনুষ্ঠান পাননি।
 

তিনি বলেন, “আমি গান গেয়েই জীবিকা নির্বাহ করি। সম্প্রতি এ বিষয়ে তথ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিবকে লিখিতভাবে জানিয়েছি। এরপর বুধবার দুপুরে ফোনে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে আমাকে হুমকি দেওয়া হয়—বিটিভিতে গেলে হাড়গোড় ভেঙে লাশ ফেলে দেওয়া হবে। এতে আমি ও আমার পরিবার ভীষণ আতঙ্কে আছি।”
 

শিল্পী আরও জানান, থানায় জিডি করার পর থেকে তিনি ঘরবন্দি হয়ে আছেন এবং বাইরে বের হওয়ার সাহস পাচ্ছেন না।
 

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, “জিডিটি আদালতে পাঠানো হয়েছে। তদন্তে হুমকির সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫