|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ জুলাই ২০২৩ ০১:৩৮ অপরাহ্ণ

সরকারি কর্মচারীদের করছাড় অব্যাহত রাখল সরকার


সরকারি কর্মচারীদের করছাড় অব্যাহত রাখল সরকার


রকারি কর্মচারীদের করছাড় অব্যাহত রাখল সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে আজ জানিয়েছে, সরকারি কর্মচারীরা মূল বেতন ও বোনাস ছাড়া আর যা পান, তার ওপর আর আয়কর দিতে হবে না। 

নতুন আয়কর আইনের আলোকে এই সুবিধা দেওয়া হলো। পুরোনো আইনেও একই ধরনের সুবিধা পেতেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা। কিছুদিন আগে জাতীয় সংসদে পাস হওয়া আয়কর আইনের আলোকে গত মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। 

সরকারি কর্মকর্তা–কর্মচারীরা আগেও বেশ কিছু ক্ষেত্রে করছাড় পেতেন, তবে এবারের প্রজ্ঞাপনে এর পরিধি বৃদ্ধি করা হয়েছে।


সরকারের একজন কর্মকর্তা বা কর্মচারী মূল বেতন–বোনাস ছাড়াও বাড়িভাড়া, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতাসহ নানা ধরনের ভাতা পান। এসব ভাতার ওপর কর বসবে না। 

নতুন আইনে বলা হয়েছে, সাড়ে চার লাখ টাকা বা মোট মূল বেতনের এক–তৃতীয়াংশ, এর মধ্যে যেটি কম হবে, তার সমপরিমাণ অর্থ করমুক্ত থাকবে। এসব সুবিধার ওপর কর বসবে কি না– নতুন আইনে তা স্পষ্ট করা ছিল না। এখন প্রজ্ঞাপন দিয়ে তা স্পষ্ট করা হলো। 


এর আগে গতকাল সরকারি কর্মচারী ও পেনশনভোগী কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রদানের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। 

প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিরত সরকারি কর্মচারী ও পেনশনভোগী কর্মচারীরা ন্যূনতম ১ হাজার টাকা এবং পেনশনভোগীরা ন্যূনতম ৫০০ টাকা পাবেন বিশেষ সুবিধা পাবেন।

সংশোধনী: সরকারি প্রজ্ঞাপন যথাযথ ও স্পষ্টভাবে প্রতিফলিত করার জন্য এই সংবাদের শিরোনামে এবং ভেতরে সম্পাদনা করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫