শিক্ষার্থীদের ওপর হামলায় উৎকণ্ঠা প্রকাশ তাওহীদ হৃদয়ের

ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া আর দফায় দফায় সংঘর্ষে সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। অনেকের রক্তাক্ত ছবি ছেয়ে গেছে সামাজিক মাধ্যমে। যা দেখে ব্যথিত গত বছর প্রতিষ্ঠানটিতে ভর্তি হওয়া তাওহীদ হৃদয়। লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করলেও নিজ প্রতিষ্ঠানের এমন দৃশ্য দেখে ব্যথিত তিনি।
সামাজিক মাধ্যমে হৃদয় লিখেছেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি….আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’
গত কয়েকদিন ধরে কোটা সংস্কারের আন্দোলনে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। শুরু থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা খুব একটা বাধার সম্মুখীন না হলেও সোমবার (১৫ জুলাই) তাদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া আর দফায় দফায় সংঘর্ষে ঢাকা বিশ্ববিদল্যালয় এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।
সংঘর্ষের সময় হামলা থেকে রেহাই পাননি নারী শিক্ষার্থীরাও। এর মধ্যে অনেকে রক্তাক্ত হয়ে হাসপাতালের শরণাপন্ন হন।
এসব দৃশ্য দেখে ব্যথিত হৃদয়। এলপিএলের দল ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করলেও নিজ বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতি দেখে উৎকণ্ঠা প্রকাশ করেছেন তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫