|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ নভেম্বর ২০২৪ ০৬:৩০ অপরাহ্ণ

গোপালগঞ্জে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ


গোপালগঞ্জে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ


ঢাকা প্রেস,গোপালগঞ্জ প্রতিনিধি:-


গোপালগঞ্জে ‘বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি’ (বিজিপি) নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের গোপালগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী।

শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় গোপালগঞ্জের চাপাইল মধুমতি পার্কে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দলের নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের আহ্বায়ক সাইফুর রশিদ চৌধুরী। তিনি ৩২ দফা প্রস্তাব তুলে ধরেন, যার মধ্যে রয়েছে জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন এবং নিয়োগবিধিকে স্বচ্ছ ও নিরপেক্ষ করা।

সাইফুর রশিদ চৌধুরী বলেন, “বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে। কিন্তু যে দলই ক্ষমতায় এসেছে, গণতন্ত্রের সঠিক চর্চা করেনি। ক্ষমতা ধরে রাখতে তারা ভোট কারচুপির আশ্রয় নিয়েছে। আমরা লক্ষ্য করেছি, দেশে রাজনীতির নামে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণেই স্বাধীনতার এত বছর পরও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারেনি। জনগণের অধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।”

দলের কার্যক্রম প্রাথমিকভাবে দেশের ১০টি জেলায় শুরু করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে চার সদস্যের আহ্বায়ক কমিটির কথা জানানো হয়। কমিটিতে সাইফুর রশিদ চৌধুরীর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. জুলিয়াছ খান ঠাকুর, জেলা জাসদের সাবেক নেতা শেখ ফরিদ আহমেদ এবং মো. ইয়ার আলি।

নতুন দলের নেতারা জনগণের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫