|
প্রিন্টের সময়কালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০২:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ এপ্রিল ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কাতার, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব


বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কাতার, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব


অনলাইন ডেস্ক:-

 

বাংলাদেশে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অঞ্চলে সমরাস্ত্রের যন্ত্রাংশসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ থাকবে।
 

বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানির সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন অধ্যাপক ইউনূস।
 

প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাবে রূপান্তরের প্রচেষ্টা চলছে। বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বন্দর অবকাঠামো ও পরিষেবা শক্তিশালী করা হচ্ছে।
 

অধ্যাপক ইউনূস কাতারের সরকারকে নিজ দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত পণ্য রপ্তানির মাধ্যমে বিদেশি বাজারে প্রবেশের সুযোগ রয়েছে।
 

এ ছাড়া কাতার প্রতি তিন বছর অন্তর বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নিয়োগ করলেও, এই সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
 

এদিন আরও এক বৈঠকে কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন অধ্যাপক ইউনূস।

সূত্র: বাসস


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫