সিএনজি চালকদের আন্দোলনের মুখে জরিমানার সিদ্ধান্ত বাতিল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ   |   ৭১ বার পঠিত
সিএনজি চালকদের আন্দোলনের মুখে জরিমানার সিদ্ধান্ত বাতিল

মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগে সিএনজি চালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে চালকদের আন্দোলনের ফলে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংস্থাটি।
 

রবিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন যে, ৪ স্ট্রোক থ্রি-হুইলার যানবাহন সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি বাতিল করা হয়েছে।
 

তিনি জানান, সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো বাধা সৃষ্টি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
 

এর আগে, সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয়। তারা মিটারের মামলা সংক্রান্ত বিষয় নিয়ে সড়ক অবরোধ করে। এতে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ পথ যাত্রাবাড়ী ও গাবতলীতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং শহরের বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে কর্মস্থলগামী মানুষ, স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
 

গত ১০ ফেব্রুয়ারি বিআরটিএ এক নির্দেশনায় পুলিশকে জানায়, সরকার নির্ধারিত মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়ের ক্ষেত্রে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সংস্থাটির পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গ্যাস বা পেট্রোলচালিত ফোরস্ট্রোক তিন চাকার অটোরিকশার ক্ষেত্রে মিটারের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়া হলে মামলা করা হবে।
 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইনের ধারা ৩৫(৩) অনুযায়ী, কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক নির্ধারিত রুটের মধ্যে যেকোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না। এ বিধান লঙ্ঘন করলে ধারা ৮১ অনুযায়ী অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। চালকদের ক্ষেত্রে অতিরিক্ত শাস্তি হিসেবে ১ পয়েন্ট কর্তনের ব্যবস্থাও রয়েছে।