আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি অনুমোদন দিয়েছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। রোববার (১৬ জুলাই) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ উপকমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ড. মো. হোসেন মনসুর। সদস্য সচিব করা হয়েছে ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে। তিনি আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
উপকমিটিতে ১০৮ জন সদস্য রাখা হয়েছে। তারা হলেন– আ ফ ম রুহুল হক এমপি, ইকবালুর রহিম এমপি, জুনাইদ আহমেদ পলক এমপি, এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, আসাদুজ্জামান নূর এমপি, শেখ সালাহউদ্দিন এমপি, মো. আবু জাহির এমপি, মো. সাইফুজ্জামান (শেখর) এমপি, মো. মোজাফফর হোসেন এমপি, নাছিমুল আলম চৌধুরী এমপি, অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া পিইঞ্জ, ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা, অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার খন্দকার মনজুর মোর্শেদ, দেলোয়ার হোসেন ফারুক, ইঞ্জিনিয়ার মো. শাহদাৎ হোসেন শিবলু, ইঞ্জিনিয়ার এস এম মনজুরুল হক মঞ্জু, অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, ড. শাহজাহান মাহমুদ, অধ্যাপক ড. মুনাজ আহমেদ নুর, অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, অধ্যাপক ড. মিজানুর রহমান রফিক, অধ্যাপক ড. আ ফ ম সাইফুল আমীন, অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক ড. মাসুম ইকবাল, অধ্যাপক ড. শাইখ আনোয়ারুল ফাত্তাহ ও অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ প্রমুখ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫