মোহাম্মদপুরে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার, গৃহপরিচারিকাকে সন্দেহ
রাজধানীর মোহাম্মদপুরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শাহজাহান রোডের একটি সাত তলা ভাড়া বাসায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) কে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। নিহত লায়লা আফরোজ উত্তরা সানবিম স্কুলের শিক্ষক এ জেড আজিজুল ইসলামের স্ত্রী। নাফিসা তাদের কন্যা। তারা মোহাম্মদপুরের ওই বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, নিহত মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। তার নাম-পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
সহকারী কমিশনার আরও বলেন, “নিহতরা ভবনের সপ্তম তলায় থাকতেন। সকাল সাড়ে ৮টার দিকে স্বামী আজিজুল ইসলাম কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। দুপুর ১২টার দিকে বাসায় ফেরার পর তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
ঘটনাস্থলে মোহাম্মদপুর থানা পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং হত্যাকাণ্ডের সত্যতা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫