কুড়িগ্রাম সাবেক মহিলা এমপি ও আঃ লীগ নেত্রী কারাগারে
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমীন সুলতানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (সদর আমলি) রাকিবুল হাসান কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশে সাবেক এমপিকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাতে কুড়িগ্রাম পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে নাজমীন সুলতানাকে আটক করে পুলিশ। আজ সকালে তাঁকে আদালতের হাজতখানায় নেওয়া হয়, কিন্তু এক আইনজীবীর মৃত্যুর কারণে এদিন আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকে। ফলে সাবেক এই নারী এমপিকে প্রায় দিনভর আদালতের হাজতখানায় থাকতে হয়েছে।
এ সময় হাজতখানায় তাঁকে অনেকটা বিমর্ষ দেখা গেছে। ভেতরে তিনি বারবার পায়চারি করছিলেন। পরে বিকেল ৩টার পরে তাঁকে আদালতে নেওয়া হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আহমেদ নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬ এর সংসদ সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি জেলা মহিলা আওয়ামী লীগের দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী।
এ ছাড়া নবম জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি। এমপি থাকাকালে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ ও সদস্য আবু তাহের সদর থানায় পৃথক দুটি মামলা করেন। ওই দুটি মামলায় সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (রোববার) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫