সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে, ৬ শিক্ষার্থী আহত

ঢাকা প্রেস,রাঙ্গামাটি প্রতিনিধি:-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে একটি পর্যটকবাহী জিপ গাড়ি উল্টে খাদে পড়ে ছয়জন আহত হয়েছেন। গাড়িতে থাকা পর্যটকরা নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদ সচিব বিশ্বজিৎ চক্রবর্তী। মঙ্গলবার সকালে সাজেক সড়কের শিজকছড়া এলাকায় চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়।
বুধবার (৮ জানুয়ারি) এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা।
জানা যায়, গাড়িটিতে মোট ১২ জন পর্যটক ছিলেন। তারা খাগড়াছড়ি থেকে সাজেকে ঘুরতে যাচ্ছিলেন।
এ বিষয়ে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, "পর্যটকবাহী জিপ গাড়িটি মঙ্গলবার সকালে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছিল। শিজকছড়া এলাকায় গাড়িটির চাকা পাংচার হয়ে উল্টে যায়। আহত পাঁচজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।"
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা বলেন, "মঙ্গলবারের সড়ক দুর্ঘটনায় মোট ৬ জন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন, বাকি তিনজন হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তারা গতকাল বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫