|
প্রিন্টের সময়কালঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫৯ অপরাহ্ণ

খালেদা জিয়ার আহ্বান: ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি


খালেদা জিয়ার আহ্বান: ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি


ঢাকা প্রেস নিউজ

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্র মেরামতের জন্য ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে একটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য জরুরি সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।
 

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 

দেশ বর্তমানে সংকটময় সময় পার করছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, “আপনারা এবং ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসক বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের জন্য ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া।” তিনি বলেন, “এজন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরি।”
 

এ সময়, খালেদা জিয়া দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “যারা গত জুলাই ও আগস্ট মাসে ফ্যাসিবাদী শাসনের শিকার হয়ে শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।” তিনি আরও বলেন, “আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে থাকলেও সবসময় আপনাদের পাশে আছি।”
 

বেগম খালেদা জিয়া বলেন, “গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৫ বছর ধরে আপনারা যে সংগ্রাম চালিয়ে গেছেন, তার ফলে অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন এবং গুম-নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি হাজার হাজার মামলা থেকে ন্যায় বিচার পেতে এখনও আদালতের বারান্দায় দাঁড়াতে হচ্ছে। আপনাদের এই ত্যাগ শুধু দল নয়, পুরো জাতি চিরকাল স্মরণ রাখবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫