কামরুল হাসানের সম্পদের বিবরণ: স্ত্রীকে দিয়েছেন ৫ জাহাজ

ঢাকা প্রেস নিউজ
পুলিশের এডিসি কামরুল হাসান বর্তমানে ১৫ কোটি ৭৪ লাখ ৫৫ হাজার ৮৫১ টাকার অধিক সম্পদের মালিক।
তার স্ত্রী সায়মা বেগমের নামেও রয়েছে ২ কোটি ৫৩ লাখ ২৪০ টাকার সম্পদ।
কামরুল হাসানের সম্পদের মধ্যে রয়েছে:
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অবস্থিত 'ফয়জুন ভিস্তা' অ্যাপার্টমেন্টে অষ্টম তলায় অবস্থিত ২,৫৭০ বর্গফুটের একটি ফ্ল্যাট ও গাড়ি পার্কিং। বাজারমূল্য: ৮ কোটি টাকা। নগরীর পশ্চিম নাসিরাবাদে ৪ তলা বাড়ি। নির্মাণমূল্য: ১ কোটি ৬৫ লাখ টাকা। বাজারমূল্য: ৮ কোটি টাকা। চট্টগ্রাম নগরীর উত্তর হালিশহর, নাসিরাবাদ ও চান্দগাঁও এলাকায় শতাধিক ফ্ল্যাট ও দোকান। ঢাকার সাভারে 'সাভার সিটি সেন্টার' নামে ১২ তলা ভবনের মালিকদের একজন। বিনিয়োগ: ৭ কোটি ৫২ লাখ টাকা। বাজারমূল্য: প্রায় শতকোটি টাকা। সাভারে 'সাভার সিটি টাওয়ার' নামে ১০ তলা আবাসিক ভবনের ৫৪টি ফ্ল্যাটের অংশীদার। সাভারে ১৫৪ শতক জমি ও দুটি বাড়ি। ব্যাংকে ১ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার বন্ড ও এফডিআর।
স্ত্রী সায়মা বেগমের সম্পদের মধ্যে রয়েছে:
পাঁচটি জাহাজ (বার্জ)। বিনিয়োগ: ১ কোটি ৫১ লাখ ৩১ হাজার ৩৮০ টাকা। বাস্তব মূল্য: তিন থেকে চার গুণ বেশি। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে 'সওদাগর নেভিগেশন' নামে একটি প্রতিষ্ঠান। ১ কোটি ২৫ লাখ টাকার স্থাবর সম্পদ। ১ কোটি ৯৯ লাখ ২৮ হাজার টাকার অস্থাবর সম্পদ।
উল্লেখ্য যে, কামরুল হাসানের সম্পদের উৎস সম্পর্কে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। আদালত ইতিমধ্যেই তার অর্জিত সম্পদের উপর ক্রোক জারি করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫