|
প্রিন্টের সময়কালঃ ০৫ মে ২০২৫ ০৪:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪৫ অপরাহ্ণ

পুলিশকে অনলাইনে মামলা গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার


পুলিশকে অনলাইনে মামলা গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার


ঢাকা প্রেস নিউজ

 

মানুষ যেন সরাসরি থানায় না গিয়ে অনলাইনে মামলা দায়ের করতে পারেন, সেই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
 

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসভায় তিনি এ নির্দেশ দেন। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
 

বর্তমানে এফআইআর দাখিলের জন্য নিকটস্থ থানায় যেতে হয়, যা সময়সাপেক্ষ এবং হয়রানির আশঙ্কা তৈরি করে। এ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, পুলিশের একটি ডেডিকেটেড কল নম্বর নির্ধারণ করা উচিত, যেমন- ৯৯৯, যার মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে অভিযোগকারী এফআইআর দায়ের করতে পারবেন।
 

তিনি বলেন, ‘এটি মামলা দায়েরের প্রক্রিয়া সহজ করবে এবং হয়রানি কমাবে।’
 

সভায় অধ্যাপক ইউনূস পুলিশ প্রধান বাহারুল আলমকে দ্রুততম সময়ের মধ্যে অনলাইনে এফআইআর দাখিলের জন্য নতুন একটি ফোন নম্বর চালুর নির্দেশ দেন।
 

এ ছাড়া, অনলাইনে মামলা দাখিলের বিষয়ে সহায়তা দেওয়ার জন্য পুলিশের একটি বিশেষ কল সেন্টার স্থাপনের পরামর্শ দেন তিনি।
 

প্রধান উপদেষ্টা বলেন, ‘যারা অনলাইনে মামলা দায়ের করতে সমস্যায় পড়বেন, তারা সহজেই এই কল সেন্টার থেকে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫