ময়মনসিংহে র্যাব-১৪ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪ এর আভিযানিক দল বিশেষ অভিযানে ২০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
২৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কানারামপুর এলাকায় মা-বাবার দোয়া হোটেলের সামনে ময়মনসিংহ–ভৈরব পাকা সড়কে র্যাবের চেকপোস্ট পরিচালিত হয়। এসময় ভৈরব থেকে ছেড়ে আসা শ্যামল ছায়া নামের একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে সিগন্যাল দিয়ে থামানো হলে তল্লাশি চালানো হয়।
বাসের একদম পেছনের সিটে থাকা নিম্নোক্ত ৪ জনকে আটক করা হয়—
১. মোঃ ইউসুফ (২৭)
২. নাহিদুল ইসলাম এমরান (২০)
৩. মোঃ মোহন মিয়া ওরফে নয়ন (১৯) — সকলের ঠিকানা জেলা ব্রাহ্মণবাড়িয়া
৪. মোঃ তামিম মিয়া (১৯) — জেলা হবিগঞ্জ
তল্লাশীকালে তাদের হেফাজতে থাকা ১টি কাপড়ের ব্যাগ ও ২টি স্কুল ব্যাগ থেকে উপস্থিত সাক্ষীদের সামনে ২০ (বিশ) কেজি গাঁজা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের এবং জব্দকৃত আলামত নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
এই তথ্য সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসারের পক্ষ থেকে অধিনায়কের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫