|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০৩ অপরাহ্ণ

শাকিরা হাসপাতালে ভর্তি, কনসার্ট বাতিল


শাকিরা হাসপাতালে ভর্তি, কনসার্ট বাতিল


বিনোদন ডেস্ক:-

 

কলম্বিয়ান জনপ্রিয় পপ তারকা শাকিরা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে পেরুর লিমায় অনুষ্ঠিতব্য তার পূর্বনির্ধারিত কনসার্ট বাতিল করা হয়েছে। রোলিং স্টোনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
 

খবরে বলা হয়, শনিবার রাতে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করেন শাকিরা। ব্যথা বাড়তে থাকায় রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
 

নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে জানান শাকিরা। তিনি লিখেন, "গত রাতে তীব্র পেটব্যথার কারণে আমাকে জরুরি বিভাগে যেতে হয়। বর্তমানে আমি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছি এবং চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত মঞ্চে পারফর্ম করা সম্ভব নয়।"
 

পেরুর ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, "কনসার্ট স্থগিত করতে হওয়ায় আমি অত্যন্ত দুঃখিত। পেরুর দর্শকদের সামনে পারফর্ম করার জন্য আমি উদগ্রীব ছিলাম। আমাদের টিম ও আয়োজকরা নতুন তারিখ নির্ধারণে কাজ করছেন, যা শিগগিরই ঘোষণা করা হবে।"
 

৪৮ বছর বয়সী এই পপ তারকা তার ভক্তদের উদ্দেশে বলেন, "আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টি বোঝার জন্য ধন্যবাদ।"
 

শাকিরার দ্রুত সুস্থতা কামনা করে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানাচ্ছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫