|
প্রিন্টের সময়কালঃ ১০ ডিসেম্বর ২০২৫ ০৮:২১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ ডিসেম্বর ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত ইসি: সিইসি


ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত ইসি: সিইসি


আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
 

রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনারদের বৈঠকে নির্বাচন আয়োজনের সার্বিক অগ্রগতি তুলে ধরেন সিইসি নাসির উদ্দিন।
 

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে যোগ দেন।
 

সাক্ষাৎকালে সিইসি জানান, জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের প্রস্তুতি সঠিকভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত। প্রস্তুতি প্রক্রিয়ায় ইসিকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি।
 

এ সময়ে সিইসি আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতার বিষয়টিও প্রধান উপদেষ্টার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচনী কর্মকাণ্ডে নাগরিকদের অংশগ্রহণ ইতোমধ্যেই দেশে নির্বাচনী আমেজ তৈরি করেছে।
 

ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, “জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা চালকের আসনে আছেন। আমাদের লক্ষ্যে পৌঁছাতেই হবে।”
 

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকারে সরকার কাজ করে যাচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যেই অগ্রসর হচ্ছে অন্তর্বর্তী সরকার।
 

সূত্র: বাসস


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫