|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০২:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মার্চ ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ


টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:-


গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

 

রবিবার সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে যৌথবাহিনীর অনুরোধে সকাল ৯টায় মহাসড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে অবস্থান নেন।
 

শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে প্রায় ১,৩০০ শ্রমিক কর্মরত। এর আগে, ১১ মার্চ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে তারা সড়ক অবরোধ করেছিলেন, যা চার ঘণ্টা পর প্রত্যাহার করা হয়। এরপর ২০ মার্চ কিছু শ্রমিকের বেতন পরিশোধ করা হলেও বাকিদের বেতন দেওয়া হয়নি। রোববার সকালে বেতন চাইতে গিয়ে শ্রমিকরা কারখানার গেটে বন্ধের নোটিশ দেখতে পান, যা দেখে তারা ক্ষুব্ধ হয়ে পুনরায় সড়ক অবরোধ করেন।
 

শ্রমিক স্বর্ণালী বেগম বলেন, "কিছুদিন পরই ঈদ। এই সময় বেতন আটকে রেখে কারখানা বন্ধ করে দেওয়া আমাদের জীবন ধ্বংস করার শামিল। বাসা ভাড়া ও দোকানের বাকি কীভাবে শোধ করব, তা কিছুই বুঝতে পারছি না।"
 

শ্রমিক শারমিন আক্তার বলেন, "১১ মার্চ আন্দোলনের পর কিছু শ্রমিক বেতন পেলেও আমরা এখনো পাইনি। কর্তৃপক্ষ আমাদের সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেয়নি।"
 

গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী জোনের পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, "শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন, তবে তাদের সরিয়ে কারখানার সামনে নেওয়া হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।"
 

বর্তমানে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫