লিফলেট বিতরণ বন্ধ করতে অনুরোধ, আওয়ামী লীগের হামলায় আহত স্বেচ্ছাসেবক দলের ৫ জন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:-
নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিলেন। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের লিফলেট বিতরণ বন্ধ করতে অনুরোধ করলে, আওয়ামী লীগের কর্মীরা তাদের ওপর হাতুড়ি ও লোহার রড দিয়ে আক্রমণ চালায়। এ হামলায় স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার যুগ্ম আহ্বায়ক এসকে মিন্টুসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনা ঘটেছে গত মঙ্গলবার রাতে পৌর সভার চোরখালী এলাকায়। বুধবার মিন্টুর চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত দুজন আসামিকে আটক করেছে।
আহত এসকে মিন্টু বলেন, "মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জানতে পারি চোরখালী এলাকায় আনিস মোল্যার চায়ের দোকানে আওয়ামী লীগের কর্মীরা লিফলেট বিতরণ করছেন। বিষয়টি জানার পর বিএনপির কর্মীদের নিয়ে সেখানে গিয়ে তাদেরকে বিতরণের কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করি। এ সময় আওয়ামী লীগের কর্মীরা আমাদের সঙ্গে তর্ক শুরু করেন এবং একপর্যায়ে ২৫-৩০ জনের একটি দল হাতুড়ি, লোহার রড, রামদা ও লাঠি নিয়ে হামলা চালায়। হামলায় আমি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ঝন্টু মিয়া, বিএনপি কর্মী হাফিজুর রহমান, বাবলু শেখ এবং দোলেনা বেগম গুরুতর আহত হই।"
লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, "এ ঘটনায় চোরখালী গ্রামের আবুল কালাম আজাদ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহারভুক্ত আসামি আক্কাস ফকির ও ঝন্টু ফকিরকে আটক করেছে এবং অন্যান্য আসামিদের আটকের চেষ্টা চলছে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫