|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মে ২০২৩ ০১:৪৪ অপরাহ্ণ

নির্বাচনের ৫ দিন আগে বেতন বাড়ালেন এরদোয়ান


নির্বাচনের ৫ দিন আগে বেতন বাড়ালেন এরদোয়ান


তুরস্কে নির্বাচনের মাত্র ৫ দিন বাকি। এই সময় দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন শতকরা ৪৫ ভাগ বাড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। 

প্রতিবেদনে বলা হয়, আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তার ৫ দিন আগে মঙ্গলবার এরদোয়ান রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদের বড় রকমের বেতন বাড়ানোর এই ঘোষণা দিলেন।


দেশটির সরকারি ওয়েবসাইটের এক বিবৃতিতে বলা হয় ‘আমরা কল্যাণ তহবিলের অংশসহ ৪৫% বেতন বাড়িয়েছি। এতে সরকারি কর্মীদের বেতন সর্বনিম্ন ১৫ হাজার তুর্কি লিরা হয়েছে।’ পাশাপাশি সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন বাড়ানোর আশ্বাস দেন এরদোয়ান।


এরদোয়ান আরও বলেন, দেশের সার্বিক মূল্যস্ফীতির কথা বিবেচনা করে সব শ্রেণির শ্রমিকের বেতন বাড়ানোর জন্য কাজ করে যাবে সরকার।

এরদোয়ান তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আশা করছেন। এজন্য তিনি এবারও নির্বাচনের একজন প্রার্থী। এরদোয়ানের বেতন বাড়ানোর এই ঘোষণা তুরস্কের প্রায় সাত লাখ ভোটারের ওপর সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫