গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (তারিখ উল্লেখযোগ্য) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বরাতে জানা যায়, রাত পৌনে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে। ককটেল নিক্ষেপের পরপরই তারা দ্রুত মোটরসাইকেলে করে শহরের দিকে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এ ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এদিকে সোমবার রাত ১২টা ৫ মিনিটে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ককটেল বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণের ফলে কিছু সময়ের জন্য বিশ্ববিদ্যালয় গেট এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী পর্যালোচনা করছে। হাতে তৈরি ককটেল নিক্ষেপকারী দুষ্কৃতিকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬