|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩০ অপরাহ্ণ

জামালপুরে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


জামালপুরে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


জামালপুর প্রতিনিধি:-

 

জামালপুরের মেলান্দহে ৪ ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা চলাকালে মেলান্দহ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
 

গ্রেপ্তারকৃতরা হলেন:

  • চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টো,
  • ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন,
  • শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদুজ্জাম সাইদ,
  • ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু।
     

মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, গ্রেপ্তার হওয়া চার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। এছাড়াও, তারা গত জুলাই-আগস্টে ছাত্রদের ওপর হামলার ঘটনাতেও জড়িত। তাদেরকে শিগগিরই আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫