মৎস্য উপদেষ্টা: সরাসরি ইলিশ মাছ বিক্রি করলে দাম কমানো সম্ভব
ঢাকা প্রেস নিউজ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি ইলিশ মাছ ধরার উৎস থেকে এনে সরকারি বিক্রির মাধ্যমে মাছটির দাম কমানো সম্ভব হবে।
রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর বিএফডিসি ভবনের সামনে বাংলাদেশ মৎস্য উন্নয়ন ও মেরিনা ফিশারিজ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
ফরিদা আখতার বলেন, "ইলিশ মাছ শুধুমাত্র আমাদের জাতীয় মাছ নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে স্বাদ, রান্না, এবং জীবনযাপন। বাংলাদেশের মানুষ এই মাছ খাওয়ার অধিকার রাখে, এবং তা ক্রয়সীমার মধ্যে রেখেই তাদের কাছে পৌঁছানো আমাদের লক্ষ্য। আমরা এই উদ্যোগ শুরু করেছি, তবে হয়তো সবকিছুতেই সবাইকে সন্তুষ্ট করতে পারবো না। তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, যাতে এই মাছ আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি।"
তিনি আরও বলেন, "বর্তমানে আমাদের কাছে ৪৫০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে। ফিশারিজ অ্যাসোসিয়েশনের সহায়তা চাই, যাতে আরো বেশি মানুষের কাছে এই মাছ পৌঁছানো সম্ভব হয়।"
এছাড়া, ফরিদা আখতার জানান, "ইলিশ রক্ষার জন্য আমরা নানা উদ্যোগ গ্রহণ করি। অনেক সময় মাছ ধরা বন্ধ রাখতে হয়। তবে বাজারে দাম কমানো আমাদের পক্ষে সম্ভব নয়।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫