|
প্রিন্টের সময়কালঃ ০৬ মার্চ ২০২৫ ০৬:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৫ ০২:৩৯ অপরাহ্ণ

আনিসুল হক, শাজাহান খানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৯ জন


আনিসুল হক, শাজাহান খানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৯ জন


রাজধানীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে হত্যা ও হত্যাচেষ্টা সম্পর্কিত মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানসহ ৯ জনের গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। এই আদেশটি আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম জারি করেন, মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে।
 

গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন: সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক ঢাকা-৭ আসনের এমপি সোলায়মান সেলিম, সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহম্মেদ, এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেন।
 

এদের মধ্যে আনিসুল হক, শাজাহান খান এবং আতিকুল ইসলামকে যাত্রাবাড়ী থানার একটি করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
 

মো. তাজুল ইসলামকে খিলগাঁও হত্যাচেষ্টা এবং পল্টন থানার হত্যা মামলায়, কামাল আহমেদ মজুমদারকে মিরপুর থানার হত্যা মামলায় এবং সোলায়মান সেলিমকে লালবাগ থানার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
 

অন্যদিকে, সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহম্মেদকে যাত্রাবাড়ী থানার দুইটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
 

এছাড়াও, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেনকে যাত্রাবাড়ী থানার পৃথক দুইটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫