বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে দিলো সহজ লক্ষ্য

ঢাকা প্রেস,ক্রীড়া প্রতিবেদক:-
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করার সুযোগ পেয়ে ১৩০ রানের সহজ লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের সামনে রাখে টাইগাররা।
বুধবার (১৮ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নামলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার লিটন মাত্র ৩ রান করে সাজঘরে ফিরলে, তানজিদ তামিমও ৪ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন। তবে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা চালান মিরাজ।
দুজনই ইনিংস বড় করতে পারেননি। সৌম্য ১১ রানে রান আউট হলে, মিরাজ ২৬ রান করে সৌম্যর পথ অনুসরণ করেন। এরপর রিশাদ ৫ রানে আউট হলে দলীয় ৫২ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।
জাকের আলীও ব্যাট হাতে কিছু করতে পারেননি, মাত্র ২১ রান করেন তিনি। ১১ বলে ১১ রান করেন মাহেদী হাসান। শেষদিকে শামীম হোসেন পাটোয়ারী ব্যাট চালিয়ে যান, তানজিম সাকিব ৯ রান এবং শামীম ১৭ বলের ৩৫ রান করে বাংলাদেশের সংগ্রহ ১২৯ রানে পৌঁছে দেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুড়াকেশ মোতি দুটি উইকেট নেন। এছাড়া রোস্টন চেজ, আকিল হোসেন, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয় একটি করে উইকেট শিকার করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫