|
প্রিন্টের সময়কালঃ ২৩ জুলাই ২০২৫ ০৩:০৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৫ ০৮:২৫ অপরাহ্ণ

বড়াইগ্রামে শিক্ষিকার বাড়িতে ডাকাতি ও ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই 


বড়াইগ্রামে শিক্ষিকার বাড়িতে ডাকাতি ও ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই 


সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্কুল শিক্ষিকার বাড়িতে ডাকাতি এবং ডিবি পুলিশের পরিচয়ে দুই এনজিও কর্মীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 



 




গত রোববার রাত দেড়টার দিকে বড়াইগ্রাম সদর ইউনিয়নের চকপাড়া গ্রামে শিক্ষিকা আরফাতুন নাহার মেরিনার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। তিনি উপজেলার চকপাড়া গ্রামের এনজিও কর্মী আশরাফুল ইসলামের স্ত্রী ও তারানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। 

 




স্থানীয়রা জানান, শিক্ষিকার স্বামী অন্যত্র বেসরকারী সংস্থায় চাকরি করার কারণে তিনি সন্তানদের নিয়ে বাড়িতে থাকেন। রোববার রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েন। এরমধ্যে রাত দেড়টার দিকে ৭/৮ জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে ঢোকে। পরে তারা কাঠের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে স্কচটেপ দিয়ে ছেলেমেয়েসহ তার হাত-পা, চোখ ও মুখ বেঁধে আলমিরাতে রাখা নগদ এক লাখ টাকা, ৫ ভরি সোনা ও ১০ ভরি রুপার গহনা নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে মেয়ে অনেক চেষ্টা করে মুখের স্কচটেপ ছিঁড়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন।


খবর পেয়ে মঙ্গলবার নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র সহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 


অপরদিকে, সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশ পরিচয়ে মোটর সাইকেল আরোহী তিনজন যুবক উপজেলার মহিষভাঙ্গা শখের মোড় এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি জমির উদ্দিন, তৎপর আগ্রান সুতির পাড় এলাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালের প্রতিনিধি সাইদুল ইসলামের মোটর সাইকেলের গতিরোধ করে। এরপর তাদের কাছে ইয়াবা আছে বলে দাবি করে পকেট চেকের অজুহাতে মোট ১০ হাজার ৮শ’ টাকা ছিনিয়ে নেয়। 


বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারোয়ার হোসেন জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের সনাক্ত করাসহ গ্রেফতারের চেষ্টা চলছে। তবে ছিনতাইয়ের ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫