|
প্রিন্টের সময়কালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৬:২৪ অপরাহ্ণ

ভারতে উপহার হিসেবে পাঠানো হলো ৫০০ কেজি চিনিগুড়া চাল


ভারতে উপহার হিসেবে পাঠানো হলো ৫০০ কেজি চিনিগুড়া চাল


শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এবার ভারতে উপহার হিসেবে ৫০০ কেজি সুগন্ধি ‘চাষী’ ব্র্যান্ডের চিনিগুড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
 

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় চালভর্তি একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। চালগুলো ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বিতরণ করা হবে।
 

আখাউড়া স্থলবন্দরে ভ্যান পৌঁছানোর পর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ সম্পন্ন করেন সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া জানান, চালগুলো ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে হাইকমিশন থেকে বিতরণ করা হবে।
 

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব প্রক্রিয়া মেনে উপহারস্বরূপ চাল দ্রুত ছাড়ানো হয়েছে।
 

উল্লেখ্য, দুর্গা পূজা উপলক্ষে এবারও ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া, দুই দেশের মধ্যে প্রতি বছর বিভিন্ন পণ্য উপহার হিসেবে বিনিময় করা হয়ে থাকে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫