|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৪ ০১:২৬ অপরাহ্ণ

শেয়ারদর কমেছে বেশির ভাগ কোম্পানির


শেয়ারদর কমেছে বেশির ভাগ কোম্পানির


দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন হয়েছে। এদিন লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ারদরই কমেছে। তবে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুই-ই কমেছে।

 

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে লেনেদেনকৃত মোট ৩৯৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৯১টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৬টির দর। এতে এই বাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৮৪ দশমিক ৯৬ পয়েন্টে উঠে এসেছে।

 

অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৩ পয়েন্টে আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৬৬২ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬২২ কোটি ২৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩৯ কোটি ৯৯ লাখ টাকা।


দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো : ওরিয়ন ইনফিউশন, সি পার্ল বিচ রিসোর্ট, লাভেলো আইসক্রিম, ইস্টার্ন ব্যাংক, ফারইস্ট নিটিং, স্যালভো কেমিক্যাল, গ্লোবাল হেভি কেমিক্যাল, বিচ হ্যাচারি, সোনালি পেপার এবং জেমিনি সি ফুড।

 

অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনকৃত মোট ২৪৬টি কোম্পানির মধ্যে ৭৫টির দাম বেড়েছে। কমেছে ১৪৩টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৯ পয়েন্ট। গতকাল সিএসইতে ৬ কোটি ৯০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮ কোটি ৩৬ লাখ টাকা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫