ঢাকা প্রেস নিউজ
আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো হিজাব র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি টিএসসি, রাসেল টাওয়ার ও রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘প্রোটেস্ট এগেইনস্ট হিজাবোফোবিয়া ইন ডিইউ’ নামক সংগঠন এই র্যালির আয়োজন করে। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “আমরা অন্যান্য ক্ষেত্রে পোশাকের স্বাধীনতার কথা বলি, তবে যখন হিজাবের কথা আসে, তখন কেউ আমাদের স্বাধীনতাকে সম্মান জানায় না। হিজাব আমাদের অধিকার। আমাদের কাজ দিয়ে আমাদের বিচার করুন, পোশাক দিয়ে নয়।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিশকাতুল জান্নাত সমাবেশে বলেন, “যেকোনো বিষয়ে জানার জন্য তার পেছনের ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেমন দেখেছি, জুলাই অভ্যুত্থানের পর কিছু মাসের মধ্যে বিভিন্ন প্রকার প্রোপাগান্ডার শিকার হয়ে ইতিহাস বিকৃত করা হচ্ছে। তাই যদি আমরা আমাদের ইতিহাস না জানি, তাহলে হিজাব দিবসটি আস্তে আস্তে হারিয়ে যাবে।” তিনি আরও বলেন, বিগত চার বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ বিশ্ব হিজাব দিবস নিয়ে কিছু ইভেন্ট আয়োজন করেছে, তবে এটি এখনও বাংলাদেশের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি।
র্যালিটির অন্যতম আয়োজক, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ নামে একটি সংগঠনের আহবায়ক জামালুদ্দিন খালেদ সাংবাদিকদের বলেন, “যারা ফ্যাসিবাদের আমলে হিজাব বা নিকাব পরতেন, তারা বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছেন। শুধু হিজাব বা নিকাবই নয়, যারা দাড়ি ও টুপি পরতেন, তারাও বৈষম্যের শিকার হয়েছেন। পশ্চিমারা এগুলোকে এক ধরনের জঙ্গিবাদের চিহ্ন হিসেবে উপস্থাপন করে। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতেই আমাদের এই প্রচেষ্টা।”