চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি সিভাসু পরিবারের শ্রদ্ধা

বার্তা বিভাগ (চট্টগ্রাম):-
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) পরিবার।
মঙ্গলবার সকাল ১০:১০ মিনিটে সিভাসু পরিবারের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।এসময় বিশবিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের পর এক সংক্ষিপ্ত বক্তৃতায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘যে উদ্দেশ্যে জুলাই গণঅভ্যুত্থানে শহিদেরা জীবন দিয়েছে, সেই উদ্দেশ্যটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে অনতিবিলম্বে নির্বচান দিতে হবে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাই আমি বর্তমান সরকারকে বলবো কিছু মৌলিক সংস্কারের মাধ্যমে অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন।’
এসময় সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমানও বক্তব্য রাখেন।
জুলাই স্মরণ অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিশেষ দোয়া মাহফিল ও তবারক বিতরণ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫