|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ সেপ্টেম্বর ২০২৩ ০২:১৪ অপরাহ্ণ

৪ লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি শাহরুখের ‘জওয়ান’ মুভির


৪ লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি শাহরুখের ‘জওয়ান’ মুভির


মুক্তির বাকি আরও তিন দিন। এর আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়তে যাচ্ছে ‘জওয়ান’। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ রোববার দুপুর পর্যন্ত ছবিটির টিকিট বিক্রি হয়েছে ৪ লাখ ৬০ হাজার! চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’।

চার বছর পর প্রিয় তারকার বড় পর্দায় প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রেখেছেন ভক্তরা। সিনেমাটি আয় করেছে ১ হাজার ৫০ কোটি রুপি। এর পর থেকে ভক্তদের অধীর অপেক্ষা ছিল ‘জওয়ান’ নিয়ে। এর আগে সিনেমাটির প্রিভিউ, গান প্রকাশের পর ব্যাপক সাড়া মিলেছিল। 


মুক্তির মাত্র সাত দিন আগে প্রকাশিত ট্রেলারটি তো অন্তর্জালে রীতিমতো ঝড় তুলেছে। বাংলাদেশেও ইউ টিউব ট্রেন্ডিংয়ের সেরা পাঁচে জায়গা পেয়েছে ট্রেলারটি। ট্রেলার প্রকাশের পর শুরু হয় সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি। এ পর্যন্ত ৪ লাখ ৬০ হাজার ৫৬৮টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। 


ফলে মুক্তির আগেই টিকিট বিক্রি থেকে ১৪ কোটি রুপির মতো আয় করেছে ‘জওয়ান’। বক্স অফিস বিশ্লেষকেরা বলছেন, প্রথম দিন ভারতের বক্স অফিস থেকে ‘জওয়ান’-এর আয় ‘পাঠান’-কেও ছাড়িয়ে যাবে। ‘পাঠান’ প্রথম দিন আয় করেছিল ৫৭ কোটি রুপি, অন্যদিকে ‘জওয়ান’ আয় করতে পারে ৬০ থেকে ৭০ কোটি রুপি।

এদিকে সিনেমাটি মুক্তির আগে ‘জওয়ান’কে ঘিরে একের পর এক চমক জাগানিয়া তথ্য উঠে আসছে। ছবিটির অ্যাকশন দৃশ্যগুলো নাকি অনায়াসে বড় বাজেটের হলিউড অ্যাকশন সিনেমার সঙ্গে পাল্লা দিতে পারবে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘জওয়ান’ নির্মাণে ৩০০ কোটি রুপির মতো খরচ করেছেন পরিচালক অ্যাটলি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫