|
প্রিন্টের সময়কালঃ ০৪ মে ২০২৫ ০৯:২৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ মে ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ

হাজারীবাগ পার্কের অভ্যন্তরে অবৈধ মেলা, পরিবেশ বিপর্যয় ও স্থানীয়দের ভোগান্তি


হাজারীবাগ পার্কের অভ্যন্তরে অবৈধ মেলা, পরিবেশ বিপর্যয় ও স্থানীয়দের ভোগান্তি


রাজধানীর ঐতিহাসিক হাজারীবাগ পার্কের অভ্যন্তরে একটি অবৈধ মেলা বসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পার্কের সবুজ চত্বর দখল করে দোকানপাট ও বিভিন্ন রাইড স্থাপন করায় একদিকে যেমন পার্কের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে, তেমনি অন্যদিকে স্থানীয় বাসিন্দারা সম্মুখীন হচ্ছেন চরম ভোগান্তির।
সরেজমিনে দেখা যায়, পার্কের ভেতরে বেশ কয়েকটি অস্থায়ী দোকানপাট স্থাপন করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের খেলনা, খাবার ও অন্যান্য সামগ্রী বিক্রি হচ্ছে। এছাড়াও, শিশুদের জন্য কিছু ঝুঁকিপূর্ণ রাইডও বসানো হয়েছে। মেলায় আগত লোকজনের ভিড়ে পার্কের পরিবেশ কলুষিত হচ্ছে, যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। উচ্চ শব্দে গানবাজনা বাজানোয় অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এই অবৈধ মেলা চলছে। পার্কের নিয়মিত প্রাতঃভ্রমণকারী ও স্থানীয় বাসিন্দারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ, পার্কের তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষের নীরবতার সুযোগে একটি অসাধু চক্র এই অবৈধ মেলা বসিয়ে পার্কের পরিবেশ নষ্ট করছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে। এলাকার শিশু কিশোরদের খেলাধুলায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
পরিবেশবাদীরা বলছেন, হাজারীবাগ পার্ক এমনিতেই দূষণ ও বেদখলের হুমকিতে রয়েছে। এর ভেতরে এই ধরনের অবৈধ মেলা আয়োজন পরিবেশের জন্য আরও ক্ষতিকর। পার্কের সবুজ ধ্বংস করে বাণিজ্যিক কার্যক্রম চালানো কোনোভাবেই কাম্য নয়। তারা অবিলম্বে এই অবৈধ মেলা উচ্ছেদের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পার্ক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় ওয়ার্ডের সুশিল সমাজ জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত এবং দ্রুত এর সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, দ্রুত এই অবৈধ মেলা উচ্ছেদ করা হবে এবং পার্কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে। অন্যথায়, তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। এই বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সচেতন নাগরিক সমাজ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫