হিলিতে বিদ্যুৎ সংকট: জনজীবন বিপর্যস্ত

ঢাকা প্রেস
হিলি প্রতিনিধি:-
দিনাজপুরের হিলি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে। গ্রামে-গঞ্জে দিনে ১০ থেকে ১৫ ঘণ্টা লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভ্যাপসা গরমে এই লোডশেডিং আরও যন্ত্রণাদায়ক করে তুলেছে।
লোডশেডিংয়ের প্রভাব:
- শিক্ষা ব্যবস্থা: শিক্ষার্থীরা রাতে পড়াশোনা করতে না পারায় শিক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
- স্বাস্থ্য: ওষুধের গুণগত মান নষ্ট হওয়ায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
- ব্যবসা-বাণিজ্য: ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মুরগির খামারিরা লোকসান গুনছেন।
- সামাজিক যোগাযোগ: সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর জিএম জানিয়েছেন, হিলিসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ চাহিদা বৃদ্ধির কারণে এই সমস্যা দেখা দিয়েছে। হিলির চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ অনেক কম। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হলে এই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
হিলির বাসিন্দারা জানিয়েছেন, দিন-রাত এক করে লোডশেডিংয়ের কারণে তাদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। তারা দ্রুত এই সমস্যার সমাধান চান।
হিলিতে বিদ্যুৎ সংকটের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এই সমস্যার দ্রুত সমাধান না হলে জনগণের আরও কষ্ট বাড়বে। সরকারকে এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫