|
প্রিন্টের সময়কালঃ ২৪ নভেম্বর ২০২৫ ০১:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ নভেম্বর ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ

বৃহস্পতিবার ফুল কোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি


বৃহস্পতিবার ফুল কোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি


সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
 

আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।
 

সোমবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার এই তথ্য জানানো হয়েছে।
 

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ফুল কোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
 

উল্লেখ্য, ফুল কোর্ট সভা হলো বিচারপতিদের মতামত প্রকাশের নিজস্ব প্ল্যাটফর্ম, যেখানে নীতিনির্ধারণী নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫