দিনাজপুরে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজ সংলগ্ন বানিয়া খাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের বয়স আনুমানিক ৩০ বছর। তাদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে দুই যুবকের মরদেহ ভাসতে দেখে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, “উদ্ধার করা মরদেহ দুটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা নিহতদের পরিচয় শনাক্তের জন্য কাজ করছি।”
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম জানান, “মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে, তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। চিরিরবন্দরসহ আশেপাশের থানাগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণসহ ঘটনার সব দিক নিয়ে তদন্ত চলছে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬