|
প্রিন্টের সময়কালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৪:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪১ অপরাহ্ণ

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর পদত্যাগ


জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর পদত্যাগ


অনলাইন ডেস্ক:

 

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার দেশটির গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
 

গত বছরের অক্টোবরে দায়িত্ব নেন ইশিবা। তবে সম্প্রতি সংসদের উচ্চকক্ষে তাঁর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারালে তিনি দলীয় সমালোচনার মুখে পড়েন। সাত দিন আগেই তাঁর পদত্যাগ নিয়ে গুঞ্জন উঠেছিল, যা তখন তিনি অস্বীকার করেছিলেন। কিন্তু এক সপ্তাহের মাথায় অবশেষে পদ ছাড়ার ঘোষণা দিলেন।
 

প্রধানমন্ত্রিত্বের শুরুতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও নিজের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু কয়েক মাসের মধ্যে নিম্নকক্ষে জোট এলডিপি-কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। জুলাইয়ে উচ্চকক্ষেও একই পরিণতি ঘটে।
 

আগামীকাল সোমবার এলডিপির বিশেষ নেতৃত্ব নির্বাচন হওয়ার কথা। তার আগেই সম্ভাব্য দলীয় বিভক্তি এড়াতে ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে আল জাজিরা জানিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫