কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হাতকড়াসহ আসামি ছিনতাই

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকসহ আটক আসামি হাতকড়াসহ ছিনতাইয়ের শিকার হয়েছে। এই ঘটনায় ৬ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলামকে বদলি করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বাবুর হাট এলাকায় এই ঘটনা ঘটে। মাদক উদ্ধার ও আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এতে জানা যায়, বাবুর হাট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের ছেলে হাফিজুর রহমান ও তার স্ত্রীকে ১ হাজার ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাদের থানায় নিয়ে আসার পথে স্থানীয় কিছু লোক পুলিশের গাড়ি আটকে আসামি ছিনতাই করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুরুঙ্গামারী থানার এসআই ওবায়দুল, এসআই আরিফসহ ৬ সদস্যের পুলিশের একটি টিম অভিযানে গেলে এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে এবং তাদের পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। রাতে থানার ওসি মুনিরুল ইসলামকে পুলিশ লাইনসে বদলি করা হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, "স্থানীয় কিছু লোক পুলিশের কাজে বাধা দিয়ে আসামী ছিনতাই করেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। হাতকড়াসহ ছিনতাই হওয়া আসামিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫