রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে ফ্যাসিবাদের পক্ষে কারা কাজ করছে তা খতিয়ে দেখা হবে: উপদেষ্টা

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের খোঁজখবর নিতে রোববার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, “রাষ্ট্রের কাঠামোর ভেতরে কোন কোন প্রতিষ্ঠান ফ্যাসিবাদের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছে তা গভীরভাবে তদন্ত করা হবে।”
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ফ্যাসিবাদী শক্তিরা প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। তবে সরকার ও জনগণ কারও এই নাশকতা সহ্য করবে না। ইতোমধ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর বিচার হবে।
উপদেষ্টা সজীব ভূঁইয়া নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “জুলাই অভ্যুত্থানে তিনি ছিলেন সামনের সারির নেতা। আওয়ামী লীগের আমলেও কোনো দলের প্রধানের ওপর এমন হামলা হয়নি। নুরের নাকে গুরুতর আঘাত ও মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। সরকার তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে এবং প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।”
সেনাবাহিনীর পক্ষ থেকে হামলাকারীদের ‘মব’ আখ্যায়িত করার প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “কোনটি মব আর কোনটি রাজনৈতিক কর্মসূচি—সে পার্থক্য আগে করতে হবে। একটি নিবন্ধিত রাজনৈতিক দলকে কীভাবে মব বলা যায়? প্রথম হামলা চালিয়েছে জাতীয় পার্টি। তারা চিহ্নিত ফ্যাসিবাদী দল। আওয়ামী লীগকে ফেরানোর জন্য তাদের ব্যবহার করার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “অনেকেই চাইবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় নির্বাচন হোক। এজন্য নির্বাচন বিলম্বিত করারও অপচেষ্টা হতে পারে। তবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে এখনো সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে করণীয় নির্ধারণে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫