|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৫ ০৫:১০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৪ ১০:৪৫ অপরাহ্ণ

বিজয়ী সালমান এফ রহমান


বিজয়ী সালমান এফ রহমান


ঢাকা-১ আসনে আবারো এমপি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দ্বাদশ নির্বাচনে নৌকার প্রার্থী সালমান এফ রহমান ১ লাখ ১৫ হাজার ৭৫ ভোটের ব্যবধানে জাতীয়পার্টির প্রার্থী সালমা ইসলামকে পরাজিত করেন।

তিনি বলেন, ঢাকা-১ আসনে টানা দ্বিতীয়বারের মতো আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করায় দোহার-নবাবগঞ্জবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। এলাকাবাসীর আস্থার প্রতিদান স্বরূপ তাঁদের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, আপনাদেরকে দেওয়া সকল প্রতিশ্রুতি যথাসম্ভব দ্রুত সময়ে বাস্তবায়ন করার চেষ্টা করবো।

সালমান এফ রহমান মোট ভোট পান ১ লাখ ৫০ হাজার ৫টি এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালমা ইসলাম পান ৩৪ হাজার ৯৩০ ভোট। এছাড়া তৃণমূল বিএনপির মুফিদ খান (সোনালী আঁশ) ৪৭৩ ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টির শামসুজ্জামান চৌধুরী (একতারা) ৫০৮ ভোট, গণফণ্টের শেখ মো. আলী (মাছ) ৫৩১ ভোট. ওয়ার্কার্স পাটির মো. করম আলী (হাতুড়ি) ৬৪২ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির আ. হাকিম (আম) ৪৩০ ভোট পেয়েছে। দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৩ হাজার ৬০৯ জন। নির্বাচনে ভোট দিয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৯১ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৩৪৭২ ভোট। আসনটি মোট কেন্দ্র ১৮৪টি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫